এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলায় একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিলেন আলপনা খানম। তিনি উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের নোয়াগ্রামের খন্দকার সজীব হাসানের স্ত্রী। শুক্রবার (৪জুলাই) বিকালে লোহাগড়া উপজেলার শিকদার হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টার নামে একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিনটি কন্যা সন্তানের জন্ম হয়। তিন নবজাতক ও মা সুস্থ আছেন। বিয়ের তিন বছর পর একসঙ্গে তিনটি কন্যা সন্তানের জন্ম হয়েছে।
শিকদার হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টার সূত্রে জানা গেছে, তিন বছর আগে লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের নোয়গ্রামের খন্দকার সজিব হাসানের সাথে আলপনা খানমের বিয়ে হয়। শুক্রবার বিকালে আলপনা খানম অসুস্থ হলে উপজেলার শিকদার হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টার নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষা-নিরিক্ষা শেষে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ সার্জন স্বরুপ গোলদার ও এনেস্থিসিয়া বিশেষজ্ঞ পান্থ বিশ্বাস ও অন্যন্যরা সফল সিজারিয়ান অপারেশন সম্পন্ন করেন। এসময় তিনটি কন্যা সন্তান জন্ম দেন।
আলপনার স্বামী খন্দকার সজিব হাসান বলেন,‘আলহামদুলিল্লাহ বিয়ের তিন বছর পর আমাদের তিনটি কন্যা সন্তানের জন্ম হয়েছে। আমি এবং আমার পরিবার অনেক খুশি। আমার বাচ্চাদের জন্য সকলের কাছে দোয়া চাই।
শিকদার হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারের জেনারেল ম্যানেজার মো. ইব্রাহিম মোল্যা বলেন, ‘শুক্রবার বিকালে একজন রোগী ভর্তি হয়। পরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই নারীর তিনটি কন্যা সন্তান হয়েছে। বাচ্চা তিনটি ও তার মা সুস্থ আছেন। হাসপাতাল থেকে রোগীদের সর্বচ্চো সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে।
এ ব্যাপারে গাইনি সার্জন চিকিৎসক স্বরুপ গোলদার বলেন,‘প্রথম থেকেই রোগী আমার ফলোআপে ছিলো। শুক্রবার বিকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে তিনটি কন্যা সন্তানের জন্ম হয়। এখন মা ও তার তিন শিশু কন্যা সুস্থ আছেন। এ
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.