Nabadhara
ঢাকাশনিবার , ৫ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছায় এ/সিড হা/মলার শি’কার পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

যশোর প্রতিনিধি
জুলাই ৫, ২০২৫ ১১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরে এসিড হামলার শিকার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ নেতৃবৃন্দ শুক্রবার রাতে যশোর জেনারেল হাসপাতালে আহতদের দেখতে যান এবং চিকিৎসা ও আইনি সহায়তা দেয়ার ঘোষণা দেন।

এদিকে এসিড হামলার ঘটনায় অভিযুক্ত জসিমকে আসামি করে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় রিপা নামে এক তরুণীকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে জসিম নামে এক যুবক। ওই এসিডে রিপা, তার তৃতীয় শ্রেণী পড়ুয়া ভাই ইয়ানুর ও মা রাহেলা বেগম দগ্ধ হন। তাদের মধ্যে ইয়ানুরে শরীর বেশি দগ্ধ হয়। গণমাধ্যম সংবাদ প্রকাশের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওই পরিবারের চিকিৎসা ও আইনি সহায়তা নিশ্চিত করতে দলীয় নেতাদের নির্দেশ দেন। এরপর শুক্রবার রাত ৮টার দিকে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ নেতৃবৃন্দ যশোর জেনারেল হাসপাতালে এসিড দগ্ধদের দেখতে যান এবং তাদের খোঁজ খবর নেন।

এসময় তিনি বলেন, নির্যাতিত নারী শিশুদের পাশে বিএনপি আছে। তারেক রহমানের নির্দেশে আহতদের চিকিৎসার সার্বিক দায়িত্ব নেয়া হয়েছে। এছড়া মামলা পরিচালনায় সহায়তা করা হবে। লিগ্যাল এইড টিম সার্বক্ষণিক তাদের সহায়তায় প্রস্তুত রয়েছে।

এদিকে বিএনপির পক্ষ থেকে চিকিৎসা ও আইনি সহায়তার আশ্বাস পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আহত রিপা খাতুন। তিনি বলেন, আমরা হতদরিদ্র মানুষ। ন্যায় বিচার পেতে আইন আদালত করতে কষ্ট হতো। বিএনপি নেতারা পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এতে আমরা খুবই খুশি।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম জানান, ঝিকরগাছা উপজেলার গদখালীতে এসিড হামলার আহত জামাত হোসেনের স্ত্রী রাহেলা বেগম (৪৮), ছেলে ইয়ানূর (৮) ও মেয়ে রিপা খাতুনকে (২৬)। দেখতে যান বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত। এসময় তিনি আহতদের চিকিৎসা ও মামলার সব ব্যয়ভার দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান বহন করবেন বলে তাদেরকে জানিয়েছেন। একই সাথে ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশের প্রতি আহবান জানিয়েছেন।

এদিকে এসিড হামলার ঘটনায় অভিযুক্ত জসিমকে আসামি করে মামলা হয়েছে। ঝিকরগাছা থানার ওসি নূর মোহাম্মদ গাজী জানান, আহতের পিতা জামাত হোসেন শুক্রবার দুপুরে বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত জসিমকে গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।