মো.আলমগীর মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) রাত ৮টার দিকে আশুগঞ্জ সেনা ক্যাম্প থেকে ক্যাপ্টেন ইমরান মাসুম সাব্বিরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে তালশহর পশ্চিমপাড়া এলাকা থেকে শেফালী নামের এক নারীকে গ্রেফতার করা হয়। তার বাড়ি আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামের হাজী বাড়িতে। তিনি মানিক মিয়ার মেয়ে।
অভিযানকালে তার কাছ থেকে ৩ কেজি গাঁজা, ১০ পিস ইয়াবা, ২ বোতল স্কাফ এবং ২টি স্মার্টফোন উদ্ধার করা হয়। পরে আটককৃত শেফালী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
আশুগঞ্জ সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে থানায় শেফালীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনি কার্যক্রম চলমান রয়েছে।
স্থানীয়রা সেনাবাহিনীর এ অভিযানে সন্তোষ প্রকাশ করেন এবং মাদকবিরোধী এ ধরনের অভিযান আরও জোরদার করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.