শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
চিতলমারীতে দীর্ঘ ২২ বছর পর আগামী ১১ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বহুল প্রত্যাশিত দ্বি-বার্ষিক সম্মেলন। এবারের সম্মেলন ঘিরে উপজেলা বিএনপি ও তৃণমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক—এই তিনটি গুরুত্বপূর্ণ পদে ভোট অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ইউনিয়ন পর্যায়ের নির্বাচনের মাধ্যমে ভোটার প্রতিনিধি নির্বাচিত করা হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে এবার উপজেলা কমিটিও সরাসরি ভোটের মাধ্যমে গঠিত হবে।
বিএনপির নির্বাচন তদারকি টিমের প্রধান শমসের আলী মোহন জানিয়েছেন, গত ৪ জুলাই শুক্রবার প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, তিনটি পদে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন
মমিনুল হক টুলু বিশ্বাস (প্রতীক: আনারস)
আহসান হাবিব ঠান্ডু (প্রতীক: চেয়ার)
মোল্লা মোহাম্মদ আবদুল্লাহ (প্রতীক: ছাতা)
সাধারণ সম্পাদক পদে
মো. শরিফুল হাসান আপু (প্রতীক: ফুটবল)
মো. শিপন মুন্সি (প্রতীক: মোরগ)
সাংগঠনিক সম্পাদক পদে সর্বাধিক ৬ জন প্রার্থী
অ্যাডভোকেট ফজলুল হক (প্রতীক: মাছ)
শফিকুল ইসলাম বাবু (প্রতীক: সাইকেল)
মো. কামরুজ্জামান স্বাধীন (প্রতীক: কবুতর)
রেজাউল শেখ (প্রতীক: আম)
শিব্বির আহম্মেদ শিবলু (প্রতীক: গোলাপ ফুল)
নুর ইসলাম শেখ (প্রতীক: দেওয়াল ঘড়ি)
দ্বি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে প্রার্থীরা পোস্টার, লিফলেট, গণসংযোগসহ নানান প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সমর্থন চাইছেন এবং দলের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরছেন।
জাতীয় নির্বাচনের পূর্বমুহূর্তে অনুষ্ঠিতব্য এ সম্মেলন চিতলমারীর রাজনৈতিক অঙ্গনে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। স্থানীয় নেতাকর্মীরা আশা করছেন, এ নির্বাচন দলের ভেতরে গণতন্ত্র ও নেতৃত্বের সঠিক বিকাশে ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.