আজাহার আলী, বগুড়া জেলা প্রতিনিধি
মানুষের নিরাপদ পানি নিশ্চিতকরণের লক্ষ্যে গভীর নলকূপ স্থাপন করলো পেসড আমাদের শরীরের দুই-তৃতীয়াংশ হচ্ছে পানি। আর এজন্যই বলা হয় পানির অপর নাম জীবন। শরীর সুস্থ ও কর্মক্ষম রাখার জন্য সুষম খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানির কোনো বিকল্প নেই। সুস্থ জীবনের জন্য বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে শনিবার বগুড়ার শাজাহানপুর উপজেলার দাঁড়িকামারী পূর্বপাড়া গ্রামে ৭০ মিটার গভীর নলকূপ স্থাপন করেছে প্রোগ্রাম ফর ইকো সোস্যাল ডেভলপমেন্ট (পেসড)। এর ফলে এখন থেকে এলাকার মানুষ সহজেই আর্সেনিকমুক্ত নিরাপদ পানি পাবেন, যা তাদের স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পেসড এর নির্বাহী পরিচালক রোমমানা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিরাপদ পানি মানুষের মৌলিক অধিকার। সুস্থভাবে বেঁচে থাকার জন্য এবং দেহের কোষকে সঠিকভাবে কাজ করার জন্য আমাদের প্রতিদিন প্রচুর পানি পান করা উচিত। কিন্তু দুঃখজনকভাবে এখনও দেশের অনেক মানুষ বিশেষ করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ নিরাপদ পানির অভাবে ভোগেন। পেসড-এর এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমি আশা করি, এ ধরনের কার্যক্রম অন্য গ্রামগুলোতেও ছড়িয়ে পড়বে।
পেসডের নির্বাহী পরিচালক রোমমানা খাতুন বলেন, সুস্থ জীবনের জন্য বিশুদ্ধ পানি অপরিহার্য। তাই নিরাপদ পানির সহজলভ্যতা নিশ্চিত করতে আমরা এলাকার প্রয়োজন অনুযায়ী গভীর নলকূপ স্থাপন করছি। জেলার অন্যান্য প্রত্যন্ত এলাকাগুলোতেও ধাপে ধাপে গভীর নলকূপ স্থাপনের পরিকল্পনা রয়েছে।
শুধু নলকূপ নয়, আমরা গ্রামীণ জনগণকে পানি ফুটিয়ে খাওয়ার বিষয়েও সচেতন করছি। স্থানীয় সাইফুল ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন ধরেই একটি ভালো গভীর নলকূপ চাচ্ছিলাম। পেসড আজ আমাদের সেই স্বপ্ন পূরণ করলো। এখন আমরা খুব সহজেই নিরাপদ পানি পান করতে পারবো।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আশেকপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান অনজোনা বেগম, পিইউপির প্রধান সমন্বয়কারী শেখ মো: আবু হাসানাত, স্বপ্নের নির্বাহী পরিচালক জিয়াউর রহমান জিয়া, মথুরা সমাজকল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক জাহেদুর রহমান জাহিদ, সাংবাদিক আজাহার আলী, স্থানীয় সাইফুল ইসলাম, মজনু ইসলাম, মো: উকিল সহ প্রমুখ।