Nabadhara
ঢাকাশনিবার , ৫ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার কালিগঞ্জে দু ধ র্ষ ডা কা তি  

এম এ ফয়সাল,সাতক্ষীরা 
জুলাই ৫, ২০২৫ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

এম এ ফয়সাল,সাতক্ষীরা 

সাতক্ষীরার কালীগঞ্জে এক পরিবারের তিন সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে জখমের পর অস্ত্রের মুখে জিম্মি করে ৯ ভরি ওজনের সোনার গহনা ও নগদ ২২ হাজার টাকাসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতদল ।

 

শুক্রবার দিবাগত রাতে কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ডাকাতদের অস্ত্রের আঘাতে জখম হওয়া পরিবারের সদস্যদের শনিবার (৫ জুলাই) সকালে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

কালিগঞ্জ উপজেলার রামনগর গ্রামের সীতানাথ কর্মকারের ছেলে মধুসুধন কর্মকার জানান, শুক্রবার রাত ১১টার দিকে খাওয়া দাওয়া শেষে তিনি ও তার স্ত্রী স্বরস্বতী রানী কর্মকার ঘুমিয়ে পড়েন। রাত ১টার দিকে বারান্দায় গ্রীলের শব্দ শুনে গোয়ালে থাকা গাভীর কোন সমস্যা হচ্ছে মনে করে তিনি ঘরের দরজা খোলেন। এ সময় বারান্দার গেটের তালা ভেঙে ৫ /৬ জন দুর্বৃত্ত ঘরের মধ্যে ঢুকে পড়ে। তাদের মুখে মুখোশ পরা ছিল। এ সময় তিনি চিৎকার করলে দুর্বৃত্তরা তার বাম হাতের দুটি স্থানে ছুরি দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে।

এসময় তার স্ত্রী সরস্বতী তাকে রক্ষায় এগিয়ে এলে তার বাম হাতে লোহার রড দিয়ে আঘাত করে হাড় ভেঙে দেওয়া হয়।

একপর্যায়ে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে আমাদেরকে জিম্মি করে শোকেসের তালা ভেঙে ৯ ভরি ওজনের সোনার গহনা ও নগদ ২২ হাজার টাকা নিয়ে চলে যায়।

 

দুর্বৃত্তরা চলে যাওয়ার পর রাত আড়াইটার দিকে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক হারুণ অর রশিদসহ একদল পুলিশ আসে। পুলিশ ডাকাত দলের ফেলে যাওয়া একটি মানি ব্যাগ ও এক জোড়া চটি জুতা উদ্ধার করে।

 

মধুসুধন কর্মকারের ভাই স্কুল শিক্ষক মহাদেব কর্মকার জানান, ভাইয়ের বাড়ির চিৎকার শুনে রাত একটার পরপরই তার ঘুম ভেঙে যায়। দরজা খুলে বারান্দায় আসতেই ৫/৬ জনের একদল সশস্ত্র মুখোশ পরিহিত লোক তাকে ঘিরে ফেলে। ঘরে ঢুকতে বাধা দেওয়ায় তার বাম হাতে, বাম কানে, গলা ও কপালে ছুরি দিয়ে খুচিয়ে জখম করে। এ সময় গ্রামবাসী চলে আসছে বুঝতে পেরে তারা দ্রুত পালিয়ে যায়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, তিনি ছুটিতে রয়েছেন। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।