হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটির কারণে আগামী রবিবার (৬ জুলাই) বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে এই সময় পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বন্দর ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান। তিনি বলেন, "রোববার সরকারি ছুটির কারণে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। তবে সোমবার (৭ জুলাই) সকাল থেকে আবারও সব কার্যক্রম চালু হবে।"
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সী জানান, "আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবে পারাপার করতে পারবেন।"
এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার বলেন, “বন্দরে অবস্থানরত ভারতীয় খালি ট্রাকগুলো রোববার দেশে ফিরে যেতে পারবে। সোমবার সকাল থেকে আবার স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।”
প্রতিদিন বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে গড়ে ৪০০-৪৫০টি ট্রাকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়, আর বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয় ১৫০-২০০ ট্রাক পণ্য। দেশের স্থলবন্দরগুলোর মধ্যে আমদানি পণ্যের প্রায় ৭০ শতাংশই বেনাপোল বন্দরের মাধ্যমে আসে। এ বন্দর দিয়ে বছরে প্রায় ৪০ হাজার কোটি টাকার বাণিজ্য হয়ে থাকে, যার মাধ্যমে সরকার বছরে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা রাজস্ব পায়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.