যশোর প্রতিনিধি
যশোরের অভয়নগরে ইমরান খাঁ (১৮) নামে এক মাছ কাটা শ্রমিকের গলায় ফাঁস দেওয়া অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ জুলাই) বিকালে উপজেলার ভৈরব নদ সংলগ্ন নওয়াপাড়া মাছ বাজারের পাশে একটি টিনের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম।
নিহত ইমরান উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের গাজীপাড়ার বাবু খাঁ ওরফে বাবু কসাইয়ের ছেলে। সে নওয়াপাড়া বাজারে মাছকাটা শ্রমিক হিসেবে কর্মরত ছিল।
নিহতের মেঝভাই হোসেন খাঁ বলেন, আমার ভাই ইমরান বেশ কিছু দিন ধরে নওয়াপাড়া মাছ বাজারের পাশে সাইফুল ইসলামের একটি টিনের ঘর ভাড়া নিয়ে বসবাস করত।
গত বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে খাবার শেষে পরিবারের সঙ্গে রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। এরপর থেকে তার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। শনিবার বিকালে তার ভাড়া ঘর থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ইমরানের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
তিনি আরো বলেন, আমার ভাই কি কারণে আত্মহত্যা করবে। তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি করেন তিনি। প্রতিবেশীরা জানায়, ইমরান তার কয়েক বন্ধর সঙ্গে টিনের ভাড়া ঘরে প্রায় মাদক সেবন করত।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, ইমরান খাঁ নামে এক যুবকের গলায় ফাঁস দেওয়া অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.