ওসমান হারুনী, জামালপুর প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এএসএম আব্দুল হালিম বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বিগত সরকার দেশকে স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দিয়েছে। তার আমলে ক্ষমতার কোনো ভারসাম্য ছিল না, ছিল শুধুই দমন-পীড়নের রাজনীতি।
রবিবার (৬ জুলাই) জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের কাছিমা গ্রামে হিলফুল ফুজুল যুব কাফেলা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “শেখ হাসিনাকে এত ক্ষমতা দেওয়া হয়েছিল যে, তিনি মানুষকে মানুষ মনে করতেন না। আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, জেল-জুলুম করেছে। আমাকেও ১৪টি মামলা দেওয়া হয়েছিল। অনেক নেতা-কর্মীকে বন-জঙ্গলে পালিয়ে থাকতে হয়েছে।”
নির্বাচন প্রসঙ্গে এএসএম হালিম বলেন, “ভোট আপনার অধিকার। যাকে খুশি তাকে দিবেন, তবে এমন কাউকে সংসদে পাঠাবেন, যিনি সৎ, শিক্ষিত ও যোগ্য। সংসদ কোনো নাচ-গানের আসর না, কিন্তু বিগত সরকার মমতাজকে দিয়ে সংসদকে হাস্যকর করে তুলেছিল, যা ইতিহাসে কলঙ্ক হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “বৃক্ষ আমাদের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হিলফুল ফুজুল যুব কাফেলা ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগে আমি শরিক হতে পেরে গর্বিত। সামনে যদি সুযোগ পাই, ইসলামপুরের নদীভাঙন রোধ, একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় স্থাপন ও এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার শফিউল আলম লাবন। এতে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকার, ঢাকাস্থ ইসলামপুর সমিতির সাধারণ সম্পাদক মামনুর রশিদ, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জুয়েল শেখ ও উপদেষ্টা ইব্রাহিম খলিলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।