কুমারখালী ( কুষ্টিয়া)প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে এক লাখ টাকা জরিমানা এবং আরো দুইজনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৬ জুলাই) দুপুরে উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম ও কল্যাণপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে পরিচালিত এই আদালতের বিচারক ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। অভিযানে সহযোগিতা করেন ভূমি কার্যালয়ের নাজির শহিদুল ইসলাম, কুমারখালী থানা পুলিশসহ প্রশাসনের অন্যান্য সদস্যরা।
আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেখা যায়, শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম ও কল্যাণপুর এলাকার পদ্মা নদীতে একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। অভিযানকালে মো. জিহাদ ও সেলিম রেজাকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই এলাকার বিপ্লব হোসেন (৩২) ও রিপন হোসেন (৩০) কে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, “পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.