আর.কে. বাপ্পা, দেবহাটা প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় ক্লাব কার্যালয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওমর ফারুক মুকুল।
সভায় ক্লাবের সাংবাদিকতার মানোন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। আলোচনার একপর্যায়ে সাধারণ সম্পাদক ওমর ফারুক মুকুলের ব্যক্তিগত সমস্যার কারণে তাঁর পদ থেকে অব্যাহতি গ্রহণ এবং ক্লাবের সার্বিক কার্যক্রম সচল রাখার জন্য সর্বসম্মতিক্রমে সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান কাজলকে নতুন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। একইসাথে মুকুলকে সিনিয়র সহ-সভাপতি পদে কো-অপ্ট করা হয়।
সভায় ক্লাবের কার্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সহ-সভাপতি রুহুল আমিন মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক আছাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কে.এম. রেজাউল করিম, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, অর্থ সম্পাদক মজনুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তারেক মনোয়ার, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম বাদল, ক্রীড়া সম্পাদক আবু হাসান, সদস্য আবু সাঈদ ও হারুন-অর-রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া সভায় ক্লাব সদস্য সাইফুল ইসলামের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় অংশগ্রহণকারী সবাই ক্লাবের ঐক্য, শৃঙ্খলা ও পেশাগত মানোন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.