সুজন হোসেন রিফাত, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের রাজৈর উপজেলায় মাছ শিকারের ছদ্মবেশে নৌকায় বসে চালানো হচ্ছিল ইয়াবা কারবার। এমন চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে রাজৈর থানা পুলিশ। শনিবার (৫ জুলাই) রাতে বাজিতপুর ইউনিয়নের মজুমদার বাজার সংলগ্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় ১৫০০ পিস ইয়াবা।
গ্রেপ্তারকৃতরা হলেন—বাজিতপুর গ্রামের সুমন হাওলাদারের স্ত্রী টুম্মা বেগম (৩০), একই গ্রামের কালাম খালাসির ছেলে নয়ন খালাসি (২০), নয়ানগর গ্রামের জগিল হাওলাদারের ছেলে অনিক হাওলাদার (২২) ও সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কাঠেরপুল এলাকার সজিব ঘরামী (২০)।
রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদ খান জানান, স্থানীয় মাদক ডিলার সুমন হাওলাদার ও তার ভাই সোহেল হাওলাদার দীর্ঘদিন ধরে টংঘর ও নৌকায় অভিনব কায়দায় ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্চয় কুমার ঘোষের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) এনায়েত করিম, রিপন ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে চক্রের চার সদস্যকে ইয়াবাসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়। তবে চক্রের মূল হোতা সুমন ও সোহেল পালিয়ে যায়।
তিনি আরও জানান, এই চক্রটি নৌকার মধ্যে থেকেই ইয়াবা বিক্রি করে। অপরিচিত কেউ কাছে গেলে তারা মাদক পানিতে ফেলে দেয়, যাতে প্রমাণ নষ্ট হয়ে যায়। এ কারণে তাদের ধরাও ছিল বেশ চ্যালেঞ্জিং। তবে রাজৈর থানা মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে এবং মাদক নির্মূলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।
এ ঘটনায় রাজৈর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।