ঝিনাইদহ প্রতিনিধি
একটানা তিনদিনের সরকারি ছুটির মধ্যেও ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পানি উন্নয়ন বোর্ডের অফিসে দিনের বেলায় দুটি বৈদ্যুতিক বাল্ব জ্বলতে দেখা গেছে। এই ঘটনা স্থানীয়দের মধ্যে বিদ্যুৎ অপচয় এবং প্রশাসনিক উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলেছে।
রবিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, পানি উন্নয়ন বোর্ড অফিসের বাইরে লাগানো দুটি বৈদ্যুতিক বাল্ব প্রখর রোদের মধ্যেও জ্বলছে। এই দৃশ্য দেখে সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে, এমন দায়িত্বহীনতা কি শুধুই ভুল, নাকি প্রশাসনিক উদাসীনতার চূড়ান্ত দৃষ্টান্ত? যেখানে সরকার বিদ্যুৎ সাশ্রয়ের জন্য কোটি কোটি টাকা ব্যয় করে গণসচেতনতা কার্যক্রম চালাচ্ছে, সেখানে একটি সরকারি অফিসে দিনের বেলায় অকারণে বাল্ব জ্বালিয়ে রাখা বিদ্যুৎ অপচয়ের জ্বলন্ত প্রমাণ হিসেবে দাঁড়িয়েছে।
স্থানীয়দের অভিযোগ, এটি একদিনের ঘটনা নয়, প্রায়শই এমন দৃশ্য দেখা যায় এবং কেউ এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয় না। তারা প্রশ্ন তুলেছেন, যারা দায়িত্বে আছেন, তাদের কি এই বিষয়টি চোখে পড়ে না? জনগণের করের টাকায় পরিচালিত সরকারি অফিসে এমন গাফিলতি নিঃসন্দেহে পুরো ব্যবস্থাপনাকে প্রশ্নবিদ্ধ করে।
এ বিষয়ে শৈলকুপা পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার (এসও) বিকর্ণ সাহার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার সাহা এই ঘটনাকে 'অনাকাঙ্ক্ষিত' বলে উল্লেখ করেছেন। তিনি জানান, অফিস বন্ধ থাকার সময় কোনো বাল্ব যেন না জ্বলে, সে বিষয়ে অফিস সহকারী ও দারোয়ানকে নির্দিষ্ট নির্দেশনা দেওয়া থাকে। তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি খতিয়ে দেখবেন এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন। তিনি আরও বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে তারা বরাবরই আন্তরিক।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.