এম এ ফয়সাল, সাতক্ষীরা
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি: ১১৫৫/১১৫৯) এর ত্রি-বার্ষিক সাধারণ সভা-২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ, ৬ জুলাই রবিবার সকাল সাড়ে ১০টায় ভোমরা স্থলবন্দর চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।
শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আনারুল ইসলাম গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আলিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ, ভোমরা সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান ও সাধারণ সম্পাদক আবু মুছা, ভোমরা ইউপি চেয়ারম্যান মো. ইসরাইল গাজী, ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তুফান দুলাল মোন্ডল, এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল গফফর।
এছাড়াও, ভোমরা স্থলবন্দর মালিক সমিতি ৮৭-এর সভাপতি মো. রেজাউল ইসলাম এবং ভোমরা স্থলবন্দর মালিক সমিতি ৮৬-এর সভাপতি লুৎফর রহমান মন্টু প্রমুখ এই সভায় বক্তব্য রাখেন।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা মো. লুৎফর রহমান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.