এম এ ফয়সাল, সাতক্ষীরা
সাতক্ষীরার তালা উপজেলায় জামায়াতে ইসলামীর মহিলা শাখার উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ জুলাই শনিবার সকাল ১১টায় তালা আল আমীন একাডেমিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে তালা উপজেলার বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা শাখার ১৬০ জনেরও বেশি মহিলা রুকন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদীয় আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার নায়েবে আমির ডাক্তার শেখ মাহমুদুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাতক্ষীরা জেলা সভাপতি গাজী সুজাত আলী, তালা উপজেলা জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা কবিরুল ইসলাম, জামায়াত নেতা মাস্টার মাহবুবুর রহমান, মোস্তাফিজুর রহমান, ওয়াহেদুজ্জামান রিপন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ তার বক্তব্যে বলেন, “ভোট একটি পবিত্র আমানত। সৎ, খোদাভীরু ও যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে আমাদেরকে সেই আমানত রক্ষা করতে হবে। আগামীতে যাতে বাংলাদেশে সৎ লোকের শাসন কায়েম হয়, তার জন্য সকলকে নিরলস পরিশ্রম করে যেতে হবে। তবেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো।”