নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ীতে পুকুরে গোসল করতে নেমে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৬ জুলাই) সকাল ১১টার দিকে কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী পুকুরপাড় এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীরা হলো সিরাজগঞ্জ জেলার শাহাদাতপুর উপজেলার তালতলা গ্রামের শামিম মিয়ার ছেলে আবদুল মোমিন (১৩) এবং রংপুর জেলার মিঠাপুকুর থানার বড় মির্জাপুর গ্রামের আকমন এর ছেলে জুনায়েদ (১২)। তারা দুজনেই বাগানবাড়ী এলাকায় তাদের বাবা-মায়ের সাথে থেকে একটি স্থানীয় মাদ্রাসায় পড়াশোনা করত।
খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে এসে ওই দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। জিএমপি কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. সালাউদ্দিন এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.