সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ৬ জুলাই রবিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই সম্মেলনে ওয়ার্ড প্রতিনিধিদের সরাসরি ভোটে নতুন কমিটি গঠিত হয়েছে।
সম্মেলনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোল্লা মোস্তাফিজুর রহমান, যিনি ছাতা প্রতীক নিয়ে ২২৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুর রহমান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২১৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে মো. শরিফুল ইসলাম মিরাজ হরিণ প্রতীকে ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পাইক নাসিরউদ্দিন ফুটবল প্রতীক নিয়ে ১৮৭ ভোট পান।
এছাড়াও, সিনিয়র সহ-সভাপতি পদে মো. রুহোল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রেজাউল নকীব এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. মাহমুদ মোল্লা নির্বাচিত হয়েছেন।
বাগেরহাট ২ (সদর ও কচুয়া) নির্বাচনী এলাকার নির্বাচনী মনিটরিং টিমের প্রধান লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম সম্মেলনের শুরু থেকে ভোট কেন্দ্রে উপস্থিত থেকে নির্বাচন পরিচালনা ও ফলাফল ঘোষণা করেন।
এই দ্বি-বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, সাবেক জেলা সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ সালাম, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, জেলা বিএনপি নেতা সৈয়দ নাসির আহমেদ মালেক, খান মনিরুল ইসলাম, ডা. হাবিবুর রহমান, আবুল কালাম আজাদ বুলু সহ অন্যান্য নেতৃবৃন্দ।