Nabadhara
ঢাকারবিবার , ৬ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ময়না হ/ত্যা মামলায় বিনামূল্যে আইনি সহায়তা দেবেন বিএনপি নেতা নুরুজ্জামান লস্কর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
জুলাই ৬, ২০২৫ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে নির্মম হত্যাকাণ্ডের শিকার ৯ বছর বয়সী শিশু মাইমুনা আক্তার ময়নার পরিবারকে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জজকোর্টের প্রখ্যাত আইনজীবী এবং সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। রবিবার (৬ জুলাই) বিকেলে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। এর আগে তিনি তার ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি পোস্ট দিয়েছিলেন, যা এলাকায় ব্যাপক সাড়া ফেলে।

অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তার পোস্টে বলেন, “শিশু ময়নাকে পাশবিক নির্যাতন করে হত্যাকারীদেরকে সরাইল থানা দ্রুত শনাক্ত করে অবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি ময়নার পরিবারের পাশে থেকে এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সকল প্রকার আইনি সহায়তা বিনামূল্যে প্রদান করব, ইনশাআল্লাহ।”

রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের একদিন পর মাইমুনা আক্তার ময়না নামের ৯ বছর বয়সী শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। শাহবাজপুর ইউনিয়নের হাবলিপাড়া জামে মসজিদের দ্বিতীয়তলা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু ময়না শাহবাজপুর ইউনিয়নের ছন্দুমিয়া পাড়া এলাকার প্রবাসী আব্দুর রাজ্জাক মিয়ার মেয়ে এবং হাবলিপাড়া মাদ্রাসার ছাত্রী ছিল।

পরিবার ও এলাকাবাসীর ধারণা, শিশুটিকে ধর্ষণ করার পর নির্মমভাবে হত্যা করে ফেলে রাখা হয়েছে। এই সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে সরাইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।