Nabadhara
ঢাকারবিবার , ৬ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে বাস-ভ্যান সং/ঘর্ষে নি হত ২, আ হত ৩

যশোর প্রতিনিধি
জুলাই ৬, ২০২৫ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের মনিরামপুর ডিগ্রি কলেজের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই ভ্যানযাত্রী নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (৬ জুলাই) দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

মনিরামপুর থানা পুলিশ এ ঘটনায় বাসচালক আব্দুল গণিকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান।

নিহতরা হলেন যশোরের মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের নাজমুল হোসেন (৪০) এবং গাইবান্ধার শেখহাটি উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের রতন হোসেন (২৭)

মনিরামপুর থানার ওসি শেখ বাবলুর খান জানান, সাতক্ষীরা থেকে যশোরগামী একটি যাত্রীবাহী বাস মনিরামপুর ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে একটি যাত্রীবাহী ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক নাজমুল হোসেন ও যাত্রী রতন হোসেন ঘটনাস্থলেই মারা যান। ভ্যানে থাকা আরও তিনজন যাত্রী আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্ঘটনার খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ হাইওয়ে পুলিশের সহায়তায় বেগারিতলা নামক স্থানে বাসটি আটক করে এবং চালক আব্দুল গণিকে গ্রেপ্তার করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।