যশোর প্রতিনিধি
পবিত্র আশুরা উপলক্ষে যশোরের শিয়া মুসলিম সম্প্রদায় এক শান্তিপূর্ণ শোক র্যালি ও তাজিয়া মিছিলের আয়োজন করে। রবিবার (৬ জুলাই) দুপুর ১২টা ৪৫ মিনিটে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে মিছিলটি বের হয়ে মুড়লী মোড়স্থ ইমামবাড়ীতে গিয়ে শেষ হয়। এতে বিপুল সংখ্যক শিয়া মুসল্লি অংশ নেন।
শোক র্যালিতে নেতৃত্ব দেন দানবীর হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়ী কার্যনির্বাহী পর্ষদের সভাপতি এহতে শাম-উল আলম প্রতীক। মিছিল চলাকালে ইমাম হোসাইন (রা.)-এর শাহাদাতের স্মরণে মুসল্লিরা মাতম ও শোক প্রকাশ করেন। পুরো কর্মসূচিটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, ১০ই মহররম মুসলিম বিশ্বে কারবালার শোকাবহ ঘটনার স্মরণে আশুরা দিবস হিসেবে পালিত হয়। শিয়া সম্প্রদায়ের কাছে এই দিনটি অত্যন্ত শোকাবহ ও তাৎপর্যময়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.