Nabadhara
ঢাকারবিবার , ৬ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দেশবাসী চায় প্রতিটি আসনে ইসলামপন্থী প্রার্থী- পিরোজপুরে ইমাম সম্মেলনে মাসুদ সাঈদী

জেলা প্রতিনিধি, পিরোজপুর
জুলাই ৬, ২০২৫ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, পিরোজপুর

 

“দেশবাসী আগামী নির্বাচনে প্রতিটি সংসদীয় আসনে ইসলামপন্থীদের একজন প্রার্থী, একটি ব্যালট বাক্স দেখতে চায়”— এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর পিরোজপুর-১ আসনের এমপি প্রার্থী মাসুদ সাঈদী।

 

রোববার (৬ জুলাই) দুপুরে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির জেলা শাখার আয়োজনে ইমামদের ষান্মাসিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

শহীদ দেলাওয়ার হোসাইন সাঈদীর সুযোগ্য সন্তান ও জিয়ানগরের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেন, “ইমামতি শুধুমাত্র পেশা নয়, এটি একটি ঈমানী দায়িত্ব। ইমামরা আজ ঐক্যহীন এবং দুর্বল বলেই সমাজে রাজনৈতিক নেতাদের শরণাপন্ন হয়ে বিচার চলে, যা সামাজিক অস্থিরতা সৃষ্টি করে।”

 

তিনি আরও বলেন, “ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামপন্থীদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। যারা ইসলামী আদর্শে বিশ্বাসী, তাদের উচিত— ঐক্যবদ্ধভাবে নির্বাচনী লড়াইয়ে অংশ নেওয়া। তাহলেই রাষ্ট্রক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম হবে।”

 

সরকারের প্রতি ইমামদের চাকরিকে জাতীয়করণ, সম্মানজনক বেতন ও আবাসনের দাবি জানিয়ে তিনি বলেন, “ইমামদের সুন্দর জীবন মানেই সমাজে আলোর পরশ। এজন্য ইমামদের জীবনমান উন্নয়ন জরুরি।”

 

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলার ইউএনও মো. মামুনুর রশীদ, জাতীয় ইমাম সমিতির জেলা উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তাফাজ্জল হোসাইন ফরিদ, বরিশাল বিভাগীয় সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামী, সেক্রেটারি হাফেয মাওলানা আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক হেমায়েত উদ্দিন প্রমুখ।

 

সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আব্দুল হালিম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন।

 

সম্মেলনে বক্তারা ইমামদের ধর্মীয় ও সামাজিক ভূমিকা আরও জোরালো করার আহ্বান জানান এবং ইসলামী ঐক্যের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশে নৈতিকতা ও আধ্যাত্মিকতা প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।