আবিদ হাসান, মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সুতালড়ি ইউনিয়নের পদ্মা চরাঞ্চল থেকে বিরল ও প্রাণঘাতী একটি রাসেল ভাইপার (স্থানীয়ভাবে পরিচিত চন্দ্রবোড়া) সাপ উদ্ধার করা হয়েছে।
রবিবার সকালে উপজেলার বালিয়াঘোপা গ্রামসংলগ্ন পদ্মা নদীতে জেলেদের নিষিদ্ধ চায়না দোয়াড়ি জালে আটকা পড়ে সাপটি। বিষয়টি নিশ্চিত করেছেন সুতালড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউসুফ বেপারী।
স্থানীয় ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর সোহেল বিশ্বাস খবর পেয়ে সাপটিকে উদ্ধার করে আন্ধারমানিক পদ্মাপাড় ট্রলারঘাটে নিয়ে আসেন। পরে তিনি হরিরামপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহিদুল ইসলাম মাহির মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনসারভেশন ফাউন্ডেশনের সভাপতি সৈয়দা অনন্যা ফারিয়ার সঙ্গে যোগাযোগ করেন।
বিকেলে সৈয়দা অনন্যা ফারিয়া ও তার দলের সদস্যরা ঘটনাস্থলে এসে সাপটি উদ্ধার করেন। তিনি বলেন, “বন বিভাগের সঙ্গে আলোচনা করে সাপটির ভবিষ্যৎ ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শামিম মিয়া জানান, “রাসেল ভাইপারের বিষ হেমোটক্সিন ধরনের, যা মানুষের দেহে প্রবেশ করলে মাংস পচে যেতে পারে। এ সাপ সাধারণত রাজশাহী অঞ্চলে দেখা গেলেও বর্তমানে এটি পদ্মা নদী তীরবর্তী চরাঞ্চলেও বিস্তার লাভ করছে।”
তিনি আরও বলেন, “এই প্রজাতির সাপ ডিম না দিয়ে সরাসরি বাচ্চা জন্ম দেয় এবং প্রতিবারে ২০ থেকে ৪০টি বাচ্চা দেয়। পৃথিবীতে সাপের কামড়ে মৃত্যুর যে হার, তার বড় একটি অংশ রাসেল ভাইপারের কারণেই ঘটে।”
বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র বিশ্বাস জানান, উদ্ধারকৃত সাপটি গবেষণার জন্য চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেনম সেন্টারে পাঠানো হতে পারে।
প্রাণঘাতী এই সাপ উদ্ধারে স্থানীয় প্রশাসন ও পরিবেশবাদীদের তৎপরতা প্রশংসার দাবি রাখে, পাশাপাশি সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা।