Nabadhara
ঢাকারবিবার , ৬ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে তুচ্ছ ঘটনায় মা-মেয়েকে পি’টিয়ে র/ক্তাক্ত জ’খম, গ্রামে উত্তেজনা

ঝিনাইদহ প্রতিনিধি
জুলাই ৬, ২০২৫ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার অনুপমপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা ও মেয়েকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে।

 

রবিবার (৬ জুলাই) দুপুরে নিয়ামতপুর ইউনিয়নের অনুপমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালঘরের বর্জ্য নিষ্কাশন নিয়ে প্রতিবেশী তরিকুল ইসলামের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজনা বাড়লে প্রতিবেশী শফিউদ্দিনের স্ত্রী সোনিয়া খাতুন (৩৫) ও তার মেয়ে ফাতেমা খাতুন (অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী) পরিস্থিতি শান্ত করতে এগিয়ে এলে অভিযুক্ত তোরাপ আলী, তার ছেলে তরিকুল এবং নাতি তুষার তিনজনে মিলে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

 

হামলায় সোনিয়া খাতুনের মাথায় কুপিয়ে রক্তাক্ত করা হয় এবং তার মেয়ে ফাতেমাকে বেধড়ক মারধর করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে মা-মেয়ে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

 

এ ঘটনায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

এদিকে, ঘটনার পর গ্রামজুড়ে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।