Nabadhara
ঢাকারবিবার , ৬ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মনপুরায় পালিত সাপের কা’মড়ে যুবকের মৃত্যু

মনপুরা (ভোলা)প্রতিনিধি
জুলাই ৬, ২০২৫ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

মনপুরা (ভোলা)প্রতিনিধি

ভোলার মনপুরায় বিষাক্ত সাপের কামড়ে মোঃ শাকিল (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

 

শনিবার দিবাগত রাত ৪ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরন করেন তিনি। শনিবার বিকেল ৬ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সাকুচিয়া গ্রামের বেড়িবাঁধের উপর সাপের খেলা দেখাতে গেলে ওই যুবককে কামড় দেয় সাপ।

 

মৃত মোঃ শাকিল উপজেলার ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা খোকন মাঝির ছেলে । তিনি পেশায় একজন জেলে ছিলেন।

 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ১৫ দিন আগে স্থানীয় মোয়াজ্জেল সৈয়াল এর বাড়ী থেকে শাকিল সাপটিকে উদ্ধার করে লালন-পালন করছেন । সাপটি বিষধর হওয়া সত্ত্বেও শাকিল সেটিকে নিয়ে খেলায় মেতে থাকতেন। নিহত শাকিল দীর্ঘ ৬ বছর যাবত বিভিন্ন সাপ পালন করেন। গেল ৩ মাস আগে খেলা দেখাতে গিয়ে একটি সাপ শাকিলের পায়ে কামড় দেয়। পরে তাড়াহুড়ো করে শাকিল নিজেই কামড় দেওয়া স্থান চুষে বিষ নামিয়ে ফেলেন।

 

পুনরায় গতকাল বিকেলে সাপ নিয়ে বেড়িবাঁধ এলাকায় খেলা দেখাতে গেলে উৎসুক জনতার সামনে তার পায়ের উরুতে কামড় দেয়। আগের মতো চুষে বিষ নামিয়ে সাপটিকে নিয়ে বাসায় আসেন। কিন্তু এবার কিছুটা অসুস্থ বোধ করেন তিনি। পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে তার পায়ে রশি বেঁধে দেন। এসময় স্থানীয় এক কবিরাজের চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করে পায়ের বাঁধটি খুলে দেওয়া হয়। এ সময় মুহূর্তের মধ্যেই শাকিলের শরীরে সাপের বিষ ছড়িয়ে পড়ে ও জ্বালাপোড়া শুরু হয়। একপর্যায়ে তিনি ছটফট করতে থাকেন।

 

পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। সেখানে রবিবার রাত ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

মনপুরা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান অনিক বলেন, ‘সাপের বিষ শরীরজুড়ে ছড়িয়ে পড়েছিল। দ্রুত এন্টিভেনম দেওয়ার পরও আমরা তাঁকে বাঁচাতে পারিনি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।