মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামায় পুকুরের পানিতে ডুবে জনক রায় (২) নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৬ জুলাই) সকালে উপজেলার ভাবকী ইউনিয়নের গুলিয়াড়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জনক রাম রায় স্থানীয় লিটু রাম রায়ের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সকালে খেলতে খেলতে পরিবারের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু জনক। কিছুক্ষণ পর স্থানীয়রা পুকুরে তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে। তবে হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়।
এ বিষয়ে ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। শিশুটির মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারটির পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।”
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, “এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা খুবই দুঃখজনক। শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক হওয়া প্রয়োজন।”