Nabadhara
ঢাকারবিবার , ৬ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ২১ জনের বি’রুদ্ধে জামায়াত নেতার মা/মলা, খানসামায় উত্তপ্ত রাজনীতি

Link Copied!

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের খানসামা উপজেলায় ১১ বছর আগের একটি পুরনো ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন। সম্প্রতি এক সময়ের ছাত্রশিবির নেতা ও বর্তমানে জামায়াতের সক্রিয় কর্মী ফারুক ইসলাম খানসামা থানায় একটি মামলা দায়ের করেছেন, যাতে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ২১ জন আওয়ামী লীগ নেতাকর্মীর নাম রয়েছে।

 

মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১৪ সালের ১৫ জানুয়ারি রাতে জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা ফারুক ইসলামের বাড়িতে হামলা চালান। তিনি এজাহারে উল্লেখ করেন, এক লাখ টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাকে মারধর, সাদা কাগজে স্বাক্ষর নেওয়া, এবং ঘরবাড়ি লুটপাট করে প্রায় সাত লাখ টাকার মালামাল নিয়ে যাওয়া হয়। এসব ঘটনা ঘটেছে তৎকালীন থানার কর্মকর্তাদের উপস্থিতিতেই বলে দাবি করেন তিনি।

 

ফারুক ইসলামের অভিযোগ, ওই একই রাতে জামায়াত সংশ্লিষ্ট আরও অন্তত ছয়জনের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এসব ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা ছাড়িয়ে যায়। মামলায় নাম রয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের ২১ জন নেতাকর্মীর, যাঁদের মধ্যে রয়েছেন খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে।

 

ঘটনার দীর্ঘ এক যুগ পর মামলা দায়ের প্রসঙ্গে বাদী ফারুক ইসলাম বলেন, “স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময় বিচার চাওয়াটাই ছিল অসম্ভব। প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি ছিল নিত্যসঙ্গী। এখন কিছুটা সাহস ফিরে পেয়ে ন্যায়বিচারের আশায় মামলা করেছি।”

 

এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক জানান, “আমরা অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা রুজু করেছি। তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।”

 

স্থানীয় রাজনীতিতে এই মামলার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত না কী দীর্ঘদিনের অন্যায়ের প্রতিকার—তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।