যশোর প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলায় বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ রয়েল (৩২) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (৬ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার হাড়িয়াদেয়াড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক রয়েল হাড়িয়াদেয়াড়া গ্রামের শুকুর আলীর ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছা থানার পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। এ সময় দোচালা টিনশেড ঘরের পশ্চিম পাশের একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে কোমর থেকে একটি সচল বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, “রয়েল দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। তাকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।”
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে এলাকাটিতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।