গৌরনদী প্রতিনিধি
মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মা, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগমের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে কুরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে গৌরনদী উপজেলার তারাকুপি-কটকস্থল নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই আয়োজন করেন মাই টিভির গৌরনদী প্রতিনিধি ও গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া।
অনুষ্ঠানে কুরআন খতম শেষে অনুষ্ঠিত দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন সাংবাদিক মোল্লা ফারুক হাসান, আরিফিন রিয়াদ, রাজিব হোসেন তারিম, মাদ্রাসা পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম সংগ্রাম, সমাজসেবক রুহুল আমিন খান, মাদ্রাসার শিক্ষক হাফেজ কামাল হোসেন ও হাফেজ কামরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
দোয়া পরিচালনা করেন তারাকুপি-কটকস্থল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জহিরুল ইসলাম। তিনি মরহুমা ওমেদা বেগমের রুহের মাগফিরাত কামনা ও মাই টিভির চেয়ারম্যানসহ পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন।