গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়ায় কারিতাস বরিশাল অঞ্চলের এসডিডিবি প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন জার্মান নাগরিক ও প্রকল্পের বাংলাদেশের সমন্বয়কারী মিসেস টিম্মে আন্না লেনা। রোববার (৬ জুলাই) বিকেলে তিনি প্রকল্প এলাকার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং হাতিবাড়ি মন্দিরের সামনে সুবিধাভোগীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় তিনি প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন পদ্ধতি দেখে সন্তোষ প্রকাশ করেন। উপস্থিত ছিলেন কারিতাস বরিশাল অঞ্চলের পরিচালক ফ্যান্সিস বেপারী, এসডিডিবি প্রকল্পের মাহিলাড়া প্রবীণ-প্রতিবন্ধী হিতৈষী ক্লাবের সাধারণ সম্পাদক মাওলানা সাহেব আলী, বীর প্রতীক মুক্তিযোদ্ধা সুধীর কুমার দাসসহ প্রকল্পের বিভিন্ন সুবিধাভোগী।
সভায় স্থানীয়দের অংশগ্রহণ এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।