Nabadhara
ঢাকাসোমবার , ৭ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খানসামায় জমকালো আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Link Copied!

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩ বছরে পদার্পণ উপলক্ষে দিনাজপুরের খানসামায় জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

রোববার (৬ জুলাই) রাতে খানসামা রিভারভিউ রেস্টুরেন্টে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাঁটার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এনটিভির (বীরগঞ্জ ও খানসামা) এর অনলাইন করেসপন্ডেন্ট ও খানসামা সাংবাদিক ফোরামের আহবায়ক মাসুদ রানা।

 

খানসামা প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন এসআই কাইয়ুম আলী, ব্যবসায়ী তামীম রেজা প্রধান, দিনাজপুর-১ আসনের এনসিপি মনোয়ন প্রত্যাশি আবু বক্কর সুমন, দৈনিক ইত্তেফাক ও চ্যানেল এস বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি উত্তম শর্মা, দৈনিক আমার দেশ খানসামা উপজেলা প্রতিনিধি জসিম উদ্দিন, দৈনিক আজকের পত্রিকা খানসামা উপজেলা প্রতিনিধি এস.এম রকি।

 

এ সময় উপস্থিত ছিলেন, ব্যবসায়ী সাকিব রহমান, দৈনিক ইনকিলাব খানসামা উপজেলা প্রতিনিধি বুলবুল ইসলাম, দৈনিক খোলা কাগজ খানসামা উপজেলা প্রতিনিধি ফারুক আহমেদ, দৈনিক বাংলাদেশ সমাচার খানসামা উপজেলা প্রতিনিধি সুজন শেখ, দৈনিক চাঁদনী বাজার বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুল জলিল, দৈনিক দেশের কন্ঠ বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মোজাম্মেল হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচার বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি জাহিদ হাসান, দৈনিক মানবকণ্ঠ বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি প্রদীপ রায় জিতু, দৈনিক বাংলাদেশ বুলেটিন বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি আরিফ ইসলাম, দৈনিক চেতনায় বাংলাদেশ বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি গোকুল চন্দ্র,আপডেট বীরগঞ্জ পরিচালক হুমায়ুন আহমেদ ইফতি, দৈনিক ই সময় খানসামা উপজেলা প্রতিনিধি আর এম রাকিবসহ দুই উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।

 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, এনটিভি অতীতের মতো ভবিষ্যতেও নিরপেক্ষ সংবাদ পরিবেশন ও মানসম্মত অনুষ্ঠান প্রচারের ধারাবাহিকতা বজায় রাখবে। এনটিভির ২৩ বছরের পথচলায় নির্ভুল, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ভূয়সী প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, এনটিভি ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করবে। এনটিভি অতীতের মতো ভবিষ্যতেও নিরপেক্ষ সংবাদ পরিবেশন ও মানসম্মত অনুষ্ঠান প্রচারের ধারাবাহিকতা বজায় রাখবে। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ সংবাদ, সময় উপযোগী ও দর্শকদের চাহিদা অনুযায়ী অনুষ্ঠান উপস্থাপনের মধ্য দিয়ে দর্শকপ্রিয়তা পেয়েছে এনটিভি। সময়ের সাথে আগামীর পথে এই স্লোগানকে ধারণ করে সামনের দিনগুলোতে জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভি দর্শকদের কাছে আরও নতুন মাত্রা পাবে বলে প্রত্যাশা করেন বক্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।