রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক পরিষদের (রেজি. নম্বর-০৩৪) অন্তর্ভুক্ত পলাশবাড়ীর কাশিয়াবাড়ী আঞ্চলিক শ্রম কল্যাণ উপ-কমিটি বাতিলের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুলাই) দুপুর ১টায় বাংলাদেশ প্রেস ক্লাব পলাশবাড়ী উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপ-কমিটির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, ২০২২ সালে কাশিয়াবাড়ী আঞ্চলিক শ্রম কল্যাণ উপ-কমিটি গঠনের জন্য ২৬ জন শ্রমিককে সদস্য করা হয় এবং সদস্য ফরম ও কার্ড বাবদ প্রত্যেকের নিকট থেকে মোট ৩,২০০ টাকা করে আদায় করা হয়। পরবর্তীতে কমিটি গঠনের সময় অতিরিক্ত ৭ হাজার টাকা করে আদায় করে সংগঠনের প্রধান কার্যালয়, যার মোট পরিমাণ ১ লাখ ৮২ হাজার টাকা।
তিনি অভিযোগ করে বলেন, কোনো ধরনের নোটিশ ছাড়াই সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘন করে গোপনে ৮১ জন অশ্রমিককে সদস্য করে কার্ড প্রদান করা হয় এবং বৈধ উপ-কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে ওই ৮১ জনকে নিয়ে গঠিত হয় একটি নতুন আহ্বায়ক কমিটি।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, নতুন অবৈধ কমিটি বর্তমানে এলাকায় চাঁদাবাজিতে লিপ্ত এবং সাধারণ শ্রমিকদের হুমকি-ধামকি দিচ্ছে। এ পরিস্থিতিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন বৈধ উপ-কমিটির নেতারা।
সংবাদ সম্মেলনে উপ-কমিটির সভাপতি মো. শামছুল হক, সহ-সভাপতি ইয়াছিন আলী, কোষাধ্যক্ষ হাসিনুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ দাবি করেন, অশ্রমিকদের দ্বারা গঠিত অবৈধ কমিটির কার্যক্রম বন্ধ করে পূর্বের বৈধ কমিটিকে পুনর্বহাল করতে হবে এবং সংগঠনের নামে জোরপূর্বক চাঁদা আদায় বন্ধ করতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.