বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিনিয়র সাংবাদিক শাহজাহান খান অসুস্থ হওয়ায় তাকে দেখতে তার বাসায় যান বরিশাল -৩ (বাবুগঞ্জ মুলাদি) আসনের জামায়াতের মনোনয়ন প্রত্যাশী ও বরিশাল মহানগর জামায়াতের ইসলামীর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
সোমবার সকালে বরিশাল শহর এলাকায় শাহজাহান খানের বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
এ সময় তার সঙ্গে ছিলেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাওলানা মোঃ রফিকুল ইসলাম সহ জামায়াতের নেতৃবৃন্দ।
জামায়াতের নেতা জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, প্রবীণ সাংবাদিক শাহজাহান খান সাংবাদিকতা জগতে একজন নির্ভরযোগ্য নাম। তার অসুস্থতা আমাদের জন্য দুঃখজনক হলেও আমরা আশাবাদী—তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন। তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।
উল্লেখ্য, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক যুগান্তর ও আজকের বার্তা পত্রিকার বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি, প্রবীণ সাংবাদিক শাহজাহান খানের চোখে গত শনিবার রাতে বরিশালের একটি বেসরকারি চক্ষু হাসপাতালে তার চোখে সফলভাবে অস্ত্রোপচার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.