রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক দুটি স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত রাখালবুরুজ ও শিবপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাখালবুরুজ ইউনিয়নের পালাশবাড়ী গ্রামের শাহানারা বেগম (৩৭) ও শিবপুর ইউনিয়নের কানিপাড়া গ্রামের বুলু মিয়া ওরফে ভুম্বল (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাহানারা বেগমের স্বামী বকুল মিয়া দীর্ঘদিন ধরে জুয়া খেলায় আসক্ত ছিলেন। স্ত্রীকে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিতেন তিনি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকতো। সোমবার সকালে বাড়ির পাশের বাঁশঝাড়ে শাহানারার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পরিবারের লোকজন মরদেহটি ঘরে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা মর্গে পাঠায়।
অন্যদিকে, নিহত বুলু মিয়া ভুম্বল ঢাকায় কাজ করতেন। পারিবারিক কলহের কারণে স্ত্রীসহ তার সম্পর্ক ভালো যাচ্ছিল না। সম্প্রতি তিনি বাড়িতে ফিরলে সোমবার সকালে কানিপাড়া গোরস্থানের পাশের বাঁশঝাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, পৃথক দুটি স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।