Nabadhara
ঢাকাসোমবার , ৭ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের উদাসীনতায় সেপটিক ট্যাংকে পড়ে শিশু আয়ানের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

Link Copied!

মিলন সিদ্দিকী,ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে আয়ান (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার দক্ষিণ জয়পুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে। শিশু আয়ানের মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

আয়ানের পরিবার অভিযোগ করেছে, ঠিকাদার প্রতিষ্ঠান আল জোবায়ের এন্টারপ্রাইজ-এর অসতর্কতা ও অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তারা দাবি করেন, নির্মাণাধীন সেপটিক ট্যাংকটি খোলা অবস্থায় ফেলে রাখা হয়েছিল, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

 

আয়ানের পিতা জামান মিয়া বলেন, “সকাল ১১টার দিকে আমার ছেলে খেলতে গিয়ে স্কুলের ভেতরে সেপটিক ট্যাংকে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর ১২টার দিকে গিয়ে দেখি ওর নিথর দেহ ট্যাংকের ভেতরে পড়ে আছে। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, “সেপটিক ট্যাংকের কাজ চলমান থাকায় সেখানে বৃষ্টির পানি জমে ছিল। ধারণা করছি, সেই পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়। তবে আমাদের জানামতে, সবসময় ট্যাংকটি ঢেকে রেখেই কাজ চলছিল।”

 

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, নির্মাণ কাজের তদারকিতে যথেষ্ট গাফিলতি ছিল। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন।

 

এ বিষয়ে ধামরাই উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের পক্ষ থেকে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

শিশু আয়ানের অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।