নবধারা ডেস্ক:
সদ্য ৫০ বছরে পদার্পণ করলো দেশের গৌরবময় বাহিনী প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)। যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সোমবার (৭ জুলাই) উদযাপিত হলো পিজিআরের সুবর্ণ জয়ন্তী।
১৯৭৫ সালের ৫ জুলাই স্বাধীন বাংলাদেশে গঠিত হয় এই বিশেষ রেজিমেন্ট। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পিজিআর সদর দপ্তরে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও পিজিআর কমান্ডার।
রাষ্ট্রপতি কোয়ার্টার গার্ড পরিদর্শন ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করার পর পিজিআরের অফিসার ও সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে আয়োজিত দরবারে বক্তব্য রাখেন তিনি।
রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে পিজিআরের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানান। তিনি মুক্তিযুদ্ধের শহীদ এবং পিজিআরের ৫ জন শহীদ সদস্যসহ সকল প্রয়াত সৈনিকদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন ও তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।
তিনি পিজিআরের সদস্যদের একাগ্রতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রশংসা করে বলেন, “নেতৃত্বের প্রতি আনুগত্য ও দায়িত্ব পালনে নিষ্ঠা বজায় রাখাই এই বাহিনীর গৌরবময় ঐতিহ্য।”
অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ছাড়াও সেনা ও রাষ্ট্রপতির কার্যালয়ের বিভিন্ন শাখার উর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশের রাষ্ট্রপতির নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় নিয়োজিত পিজিআর বাহিনী তাঁদের ৫০ বছরের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্তস্থাপন করেছে।