Nabadhara
ঢাকাসোমবার , ৭ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পিজিআরের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাষ্ট্রপতির শ্রদ্ধা ও শুভেচ্ছা

নবধারা ডেস্ক:
জুলাই ৭, ২০২৫ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

নবধারা ডেস্ক:

 

সদ্য ৫০ বছরে পদার্পণ করলো দেশের গৌরবময় বাহিনী প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)। যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সোমবার (৭ জুলাই) উদযাপিত হলো পিজিআরের সুবর্ণ জয়ন্তী।

 

১৯৭৫ সালের ৫ জুলাই স্বাধীন বাংলাদেশে গঠিত হয় এই বিশেষ রেজিমেন্ট। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পিজিআর সদর দপ্তরে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও পিজিআর কমান্ডার।

 

রাষ্ট্রপতি কোয়ার্টার গার্ড পরিদর্শন ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করার পর পিজিআরের অফিসার ও সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে আয়োজিত দরবারে বক্তব্য রাখেন তিনি।

 

রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে পিজিআরের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানান। তিনি মুক্তিযুদ্ধের শহীদ এবং পিজিআরের ৫ জন শহীদ সদস্যসহ সকল প্রয়াত সৈনিকদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন ও তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

 

তিনি পিজিআরের সদস্যদের একাগ্রতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রশংসা করে বলেন, “নেতৃত্বের প্রতি আনুগত্য ও দায়িত্ব পালনে নিষ্ঠা বজায় রাখাই এই বাহিনীর গৌরবময় ঐতিহ্য।”

 

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ছাড়াও সেনা ও রাষ্ট্রপতির কার্যালয়ের বিভিন্ন শাখার উর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

দেশের রাষ্ট্রপতির নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় নিয়োজিত পিজিআর বাহিনী তাঁদের ৫০ বছরের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্তস্থাপন করেছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।