মিলন সিদ্দিকী, ধামরাই (ঢাকা)
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল নেতাকর্মীদের সংগঠিত করতে ঢাকা জেলার ধামরাই উপজেলার প্রতিটি ইউনিয়নে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভাগুলোর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। তিনি বলেন, “আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশকে নতুন পথে এগিয়ে নিতে হবে।”
তিনি আরও বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়ী হবে ইনশাল্লাহ। ধামরাই আসন থেকে সর্বোচ্চ ভোটে ধানের শীষ প্রতীককে বিজয়ী করবো।”
প্রতিটি সভায় ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন। মতবিনিময়ের মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানান আয়োজকরা।