হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
যশোরের শার্শা উপজেলায় সংঘটিত নাশকতার মামলায় আত্মসমর্পণ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ১১ জন নেতাকর্মী। সোমবার (৭ জুলাই) তারা যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলমের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।
আদালত শুনানি শেষে একমাত্র আসামি সাইফুল ইসলামের জামিন মঞ্জুর করেন। অন্য ১০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) নুর আলম পান্নু।
আত্মসমর্পণকারীরা হলেন—কাজিরবেড় গ্রামের কালাম হোসেন, দক্ষিণ বুরুজবাগান গ্রামের ইয়ানুর রহমান, আব্দুল মতিন, শাহীন মেম্বার, জাফর, আইজুল, স্বপন, সুবর্ণখালী গ্রামের শামসুর রহমান ও সাইফুল ইসলাম এবং উত্তর বুরুজবাগান গ্রামের মুরাদ হোসেন।
২০২৩ সালের ১৪ ডিসেম্বর রাতে বুরুজবাগান ইউনিয়ন ভূমি অফিসের সামনে শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনায় জড়ো হন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। স্থানীয়দের বাধা দেওয়ার সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সাকিব নামের একজনকে আটক করে পুলিশে দেওয়া হয়।
পরদিন দক্ষিণ বুরুজবাগান গ্রামের সাজেদুর রহমান সাজু বাদী হয়ে শার্শা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন। মামলায় সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনসহ ৯৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়।
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর এজাহারভুক্ত ১১ আসামি সোমবার আদালতের শরনাপন্ন হন। জামিন না পেয়ে বর্তমানে ১০ জন আসামি জেলহাজতে রয়েছেন।