নবধারা ডেস্ক
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক এপিএস গাজী হাফিজুর রহমান লিকুর গোপালগঞ্জের সম্পদ জব্দ ও দুটি ব্যাংক হিসাব এবং একটি সঞ্চয়পত্র অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৭ জুলাই) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের পক্ষে এ আবেদন করেন সহকারী পরিচালক রাকিবুল হায়াত।
জব্দের আদেশ পাওয়া জমির মধ্যে রয়েছে গোপালগঞ্জে ৪ শতাংশ ডোবা জমি, ১০ শতাংশ নালা জমি ও ঢাকার উত্তরায় রাজউকের বরাদ্দ পাওয়া ৩ কাঠা জমি। এছাড়া স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের দুই হিসাবে ৫ লাখ ৮৬ হাজার টাকা ও ৫ লাখ টাকা মূল্যের একটি সঞ্চয়পত্র অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।
দুদকের আবেদনে বলা হয়, লিকু দায়িত্বপালনকালে ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৫৫ লাখ ৩২ হাজার ৮৮০ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। এসব সম্পদ বর্তমানে তার নিজ দখলে রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আসামি তার মালিকানাধীন সম্পদসমূহ অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছেন। ফলে বিচার প্রক্রিয়া চলাকালে এসব সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব না-ও হতে পারে। রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.