Nabadhara
ঢাকাশনিবার , ২৬ জুন ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় লকডাউনের তৃতীয় দিন, চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৭

Bayzid Saad
জুন ২৬, ২০২১ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধিঃ 

প্রানঘাতী করোনা (কোভিট-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় কচুয়ায় চলছে লকডাউনের তৃতীয় দিন। লকডাউনের তৃতীয় দিনে করোনা আক্রান্ত হয়েছেন আরও ১জন।

এ নিয়ে কচুয়া হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাড়াল ১৭। কচুয়া হাসপাতালে করোনা পরীক্ষার জন্য পাঠানো ৫৪৪ টি নমুনায় মোট রোগী পাওয়া যায় ৮০ জন। শুরু হওয়া এই লকডাউন ৩০ জুন মধ্যরাত পর্যন্ত চলবে।

লকডাউনের ফলে দুরপাল্লার পরিবহন সহ প্রায় সব গণপরিহন বন্ধ রয়েছে। এক উপজেলা থেকে অন্য উপজেলায় লোকজনের যাতায়াত ও সীমিত করা হয়েছে। আইনশৃংখলা বাহিনীর সদস্যরা কচুয়া উপজেলার গুরুত্বপূর্ন স্থানে টহল দিচ্ছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বেড় হলেই আইনশৃংখলা বাহিনীর জেরার মুখে পড়তে হচ্ছে সাধারণ জনসাধারণর।

কচুয়া উপজেলার বিভিন্ন হাট বাজারে টহল দিচ্ছে ভ্রাম্যমান আদালতের টিম। জরুরী সেবা প্রদান কারী প্রতিষ্ঠানগুলো ছাড়া লকডাউনের তৃতীয় দিনে উপজেলার সব ধরনের যাত্রীবাহী গনপরিবহন ও দোকানপাট প্রায়ই বন্ধ ছিল।

সীমিত আকারে উপজেলার কোথাও কোথাও দু“একটা চায়ের দোকান খোলা দেখা গেলেও তা বিকাল ৩টার মধ্যে বন্ধ করতে হয়েছে। তবে বাজার গুলোতে জনসাধারণর উপস্থিতিও ছিল খুবই কম।

নবধারা/বিএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।