মাসুদুর রহমান খান ভুট্টু, লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) দুই কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন স্থানীয় শিল্প মালিক, ব্যবসায়ী ও সাধারণ বিদ্যুৎ গ্রাহকরা। সোমবার (৭ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, পিডিবির নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন ও উপ-সহকারী প্রকৌশলী মুক্তাদির দীর্ঘদিন ধরে বিদ্যুৎ গ্রাহকদের নানাভাবে হয়রানি ও দুর্নীতি করে আসছেন। তাদের বিরুদ্ধে নতুন সংযোগ, মিটার পরিবর্তন, বকেয়া বিলের নামে মোটা অঙ্কের ঘুষ আদায়ের অভিযোগ করেন ভুক্তভোগীরা।
বক্তারা জানান, লক্ষ্মীপুর শহরের অধিকাংশ গ্রাহকই প্রিপেইড মিটার ব্যবহার করেন। অথচ গত কয়েক মাস ধরে তাদের মিটারে লাখ লাখ টাকার বকেয়া দেখিয়ে নোটিশ পাঠানো হচ্ছে। এ নিয়ে সংশ্লিষ্ট অফিসে গেলে টাকা আদায়ের জন্য চাপে ফেলা হয় এবং টাকা না দিলে মিটার লক করে দেওয়া হয়। কেউ নতুন সংযোগ চাইলে বা মিটার পরিবর্তন করতে গেলেও একইভাবে হয়রানির শিকার হন।
পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট দুই কর্মকর্তার অপসারণ ও তদন্ত দাবিতে স্মারকলিপি প্রদান করেন।
সমাবেশে নেতৃত্ব দেন লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শিল্প মালিক সমিতির নেতা আবুল কাশেম ও ওয়ার্কশপ মালিক সমিতির সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আলীসহ অনেকে।
বক্তারা দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।