Nabadhara
ঢাকাসোমবার , ৭ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সরাইলে নি’র্মম হ/ত্যার শিকার ময়নার জানাযায় জনস্রোত, দ্রুত বিচারের দাবি

Link Copied!

মো.আলমগীর মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নির্মম হত্যার শিকার ময়না আক্তারের নামাজে জানাযায় হাজারো মানুষের ঢল নেমেছে। সোমবার (৭ জুলাই) আসরের নামাজের পর উপজেলার শাহবাজপুর খেলার মাঠে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন সর্বস্তরের মানুষ। জানাজা শেষে মরহুমার দাফন সম্পন্ন হয় পারিবারিক কবরস্থানে।

 

জানাজা পরিণত হয় শোকের জনসমুদ্রে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। এ সময় বক্তারা প্রকৃত অপরাধীকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

 

জানাজায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

 

নেতৃবৃন্দ দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, এ ধরনের নির্মম হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তারা।

 

উল্লেখ্য, ময়না আক্তার সম্প্রতি নির্মমভাবে খুন হন। ঘটনাটি এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয়রা আশা করছেন, দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।