যশোর প্রতিনিধি
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে এক ভুয়া ইন্টার্ন চিকিৎসককে আটক করা হয়েছে। সোমবার (৭ জুলাই) দুপুরের দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে তাকে আটক করেন দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানা।
আটককৃত ব্যক্তির নাম আব্দুর রহমান জাকির (২৭)। তিনি যশোর সদর উপজেলার শংকরপুর ইসহাক সড়কের বাসিন্দা মজিবুর রহমানের ছেলে। আটক জাকির নিজেকে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দাবি করে, সাদা অ্যাপ্রোন পরে নিজেকে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক হিসেবে পরিচয় দিচ্ছিলেন।
অভিযোগ রয়েছে, জাকির বিভিন্ন রোগীকে প্রতারণার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছিলেন। এরই অংশ হিসেবে পুরাতন কসবা কাঠালতলা এলাকার সানজিদা খাতুনের কাছ থেকে পরীক্ষা করিয়ে দেওয়ার নামে ৫০০ টাকা গ্রহণ করেন। ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ সদস্য সোহেল রানা তাকে জিজ্ঞাসাবাদ করলে জাকিরের ভুয়া পরিচয় প্রকাশ পায়।
যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন সাফায়েত জানান, “ঘটনাটিকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। ভুয়া চিকিৎসক শনাক্ত করার পরপরই আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।”
এ ঘটনায় হাসপাতাল জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জনসাধারণ ও রোগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে ভুয়া চিকিৎসক চক্রের এমন দুঃসাহসিক তৎপরতায়।