Nabadhara
ঢাকাসোমবার , ৭ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যশোরে মাঠে ছাগল আনতে গিয়ে কিশোরী ধ/র্ষ ণের শিকার, থানায় অভিযোগ

যশোর প্রতিনিধি
জুলাই ৭, ২০২৫ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া কলোনী পাড়ায় মাঠে ছাগল আনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে। এই ঘটনায় রাতে কিশোরীর বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত রওশন আলী (৫০), যিনি মৃত করিম গাজীর ছেলে, ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার দুপুরে বৃষ্টি শুরু হলে ১৪ বছর বয়সী ওই কিশোরী মাঠে ছাগল আনতে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে অভিযুক্ত রওশন আলীর বাড়ির পেছনে ওই কিশোরীকে কান্নাকাটি অবস্থায় পাওয়া যায়। তার জামাকাপড় ছেঁড়া ও কাদামাখা ছিল।

 

পরে কিশোরী জানায়, ছাগল আনতে যাওয়ার পথে রওশন আলী তাকে ডাক দেন। সে এগিয়ে গেলে রওশন তার মুখ চেপে ধরে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে চাকু দেখিয়ে হত্যার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করে। ধর্ষণের পর রওশন ওই কিশোরীকে বাড়ির পাশের একটি বাগানে ফেলে দেয়।

 

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত জানিয়েছেন, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত রওশন আলীকে গ্রেপ্তারের জন্য পুলিশের একটি বিশেষ দল মাঠে কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।