নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দায়িত্ব সরকারকেই নিতে হবে।
সোমবার (৭ জুলাই) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি মিলনায়তনে ঢাকা উত্তর অঞ্চল জামায়াতের মহানগর, জেলা ও থানার দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক পরওয়ার বলেন, “বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে দলীয় সরকারের অধীনে কোনো স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হয়নি। সেজন্য সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়—আগে স্থানীয় সরকার নির্বাচন, পরে জাতীয় নির্বাচন দিতে হবে।”
তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি এখন সময়ের দাবি।
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, “বর্তমান প্রশাসনে এমন কিছু চিহ্নিত ফ্যাসিবাদের দোসর রয়েছে, যারা বারবার সরকার বা দলের রূপ বদলালেও চরিত্র বদলায়নি। তারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত।”
তিনি দাবি করেন, গণতন্ত্র হত্যা, ভোট ডাকাতি, গুম-খুন ও দুর্নীতির সঙ্গে জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
বিগত তিনটি ‘ভুয়া নির্বাচন’-এর সঙ্গে সংশ্লিষ্ট মাঠ প্রশাসনের ব্যক্তিদের বিচার এবং বিদেশে পাচার হওয়া হাজার হাজার কোটি টাকা ফেরত আনার ওপরও জোর দেন জামায়াতের এই শীর্ষ নেতা।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন সহকারী পরিচালক মাওলানা মো. দেলোয়ার হোসেন।
সমাবেশে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আমীর অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দিন, গাজীপুর জেলা আমীর ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম, টাংগাইল জেলা আমীর মুহাম্মদ আহসান হাবীব মাসুদ, মানিকগঞ্জ জেলা আমীর মাওলানা কামরুল ইসলামসহ মহানগর, জেলা, থানা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীরা।
সমাবেশে দারস উপস্থাপন করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা ড. খলিলুর রহমান মাদানী।
জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার হুশিয়ারি উচ্চারণ করে বলেন, “সরকারি অফিসকে দলীয় অফিসে পরিণত করতে দেয়া হবে না। জনগণের অধিকার আদায়ে আন্দোলন চলবে।”