যশোর প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মণিরামপুর শাখা আহ্বায়ক কমিটি দিতে আড়াই লাখ টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। যশোর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুগ্ম আহ্বায়ক বিএম আকাশ, মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ ও সংগঠক মেহেদি হাসান এ অর্থ দাবি করেন। মণিরামপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃবৃন্দ এ অভিযোগ করেন।
মণিরামপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম নেতা হাসান ইকবাল সানি, শরিফ মাহমুদ, নাসিমুল বারী সাইমুন বলেন, গত
৩০ জুন সন্ধ্যায় জেলা কমিটির সংগঠক মেহেদি হাসান ফোন করেন মণিরামপুর উপজেলার পৌর সদস্য হাসান ইকবাল সানির কাছে।
ফোন করে মেহেদি জানান, মণিরামপুর উপজেলা কমিটি দেয়ার জন্য জেলার দায়িত্বপ্রাপ্তরা আমাদের সঙ্গে দেখা করবেন এবং আলোচনা করবেন। সানি তাৎক্ষণিকভাবে সবাইকে জানালে আমরা ৮ জন সদস্য যশোরের উদ্দেশে রওনা দেই। রাত ৯টার সময় আমরা যশোর সিটি প্লাজায় পৌঁছালে সেখানে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক বিএম আকাশ, মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ ও সংগঠক মেহেদি হাসান। তারা আমাদের সিটি প্লাজার রুফটপে নিয়ে যায়। সেখানে কমিটি নিয়ে আলোচনার একপর্যায়ে মেহেদি হাসান আমাদের কাছে কমিটি বাবদ ২ লক্ষ ৫০ হাজার টাকা দাবি করেন। তখন আমরা বিষয়টি নিয়ে কথা-কাটাকাটি শুরু করি। এক পর্যায় তারা বলেন প্রয়োজনে খসড়া প্রার্থী তালিকায় যে ৮০জনের নাম রয়েছে, তাদের কাছ থেকে দুই হাজার করে নিয়ে তো ১লাখ ৬০ হয়। সাথে প্রথম সারি আর কয়েক জন মিলে পুরো টাকা দেয়ার জন্য।
জেলার এ নেতারা এক পর্যায়ে তাদের কিছু কর্মকাণ্ড তুলে ধরে বলেন, স্কুল-কলেজের এডহক কমিটির আহ্বায়ক পদ বাবদ ২ লক্ষ এবং সদস্য পদে ১ লক্ষ টাকা করে জেলা কমিটি নিয়েছে বলে জানান। এমনকি বহিষ্কৃত সদস্য সচিব জেসিনা মুর্সীদ ও ইলার চরিত্র সম্পর্কেও কুরুচিপূর্ণ কথা বার্তা বলেন।
অভিযোগের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যশোর জেলা শাখার সংগঠক মেহেদী হাসান কালবেলাকে বলেন, হাসান ইকবাল সানি, শরিফ মাহমুদ, নাসিমুল বারী সাইমুন দশ লাখ টাকা দিয়ে হলেও
মণিরামপুরে কমিটি তারা নিবে বলে আমাদের গ্রুপে মেসেজ দেয়। আসলে তারা টাকা দিয়ে কমিটি নিবে কিনা এজন্য মজার করে আড়ই লাখ টাকা চাওয়া হয়। এটা শুধু মজার ছিল, আর কিছু নয়।'
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এসময় যুগ্ম আহ্বায়ক বিএম আকাশ, মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.