Nabadhara
ঢাকাসোমবার , ৭ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে হ/ত্যা মা’মলায় ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা গ্রে’প্তার

Link Copied!

মো.ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে ২০২২ সালের একটি হত্যা মামলায় দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) ভোররাতে নিজ নিজ এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন—দিওড় ইউনিয়নের বৈদাহার গ্রামের আব্দুল মালেক মন্ডল (৪৫) এবং পৌরসভার সারাংগপুর এলাকার মাসুদুর রহমান (৫২)। আব্দুল মালেক মন্ডল দিওড় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি, আর মাসুদুর রহমান পৌর যুবলীগের সহ-সভাপতি।

 

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, ২০২২ সালের ৫ জানুয়ারি উপজেলার কাটলা হাইস্কুল মাঠে দুই পক্ষের সংঘর্ষে রশিদুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হন। ঘটনার পরপরই বিরামপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়, যেখানে ১১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫০-৩০০ জনকে আসামি করা হয়।

 

মামলার তদন্তে ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডলকে সন্দেহভাজন হিসেবে এবং মাসুদুর রহমানকে এজাহারভুক্ত আসামি হিসেবে চিহ্নিত করে পুলিশ। এরপর সোমবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি মমতাজুল হক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।