মো.ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে ২০২২ সালের একটি হত্যা মামলায় দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) ভোররাতে নিজ নিজ এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—দিওড় ইউনিয়নের বৈদাহার গ্রামের আব্দুল মালেক মন্ডল (৪৫) এবং পৌরসভার সারাংগপুর এলাকার মাসুদুর রহমান (৫২)। আব্দুল মালেক মন্ডল দিওড় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি, আর মাসুদুর রহমান পৌর যুবলীগের সহ-সভাপতি।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, ২০২২ সালের ৫ জানুয়ারি উপজেলার কাটলা হাইস্কুল মাঠে দুই পক্ষের সংঘর্ষে রশিদুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হন। ঘটনার পরপরই বিরামপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়, যেখানে ১১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫০-৩০০ জনকে আসামি করা হয়।
মামলার তদন্তে ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডলকে সন্দেহভাজন হিসেবে এবং মাসুদুর রহমানকে এজাহারভুক্ত আসামি হিসেবে চিহ্নিত করে পুলিশ। এরপর সোমবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি মমতাজুল হক।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.