মো. সাগর মল্লিক, ফকিরহাট (বাগেরহাট)
দেশব্যাপী উন্নয়নের জোয়ারে যখন গ্রামীণ অবকাঠামোতে ব্যাপক পরিবর্তন সাধিত হচ্ছে, তখনও বাগেরহাটের ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের পাগলা উত্তরপাড়া যেন রয়ে গেছে উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। দীর্ঘ ৬০ বছরেও পাকা হয়নি এলাকাবাসীর একমাত্র ভরসার রাস্তাটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, লেগির পুকুরের বিপরীতে গাজি সামাদের বাড়ি থেকে আশরাফ আলীর বাড়ি পর্যন্ত প্রায় ১২০০ ফুট দীর্ঘ রাস্তাটি এখনো কাঁচা অবস্থায় রয়েছে। মেইন রোড থেকে প্রায় ২০০ মিটার ইটের রাস্তা থাকলেও পরবর্তী অংশ সম্পূর্ণ কর্দমাক্ত ও চলাচলের অযোগ্য। বর্ষাকাল এলেই কাদা ও জলাবদ্ধতায় রূপ নেয় এই পথ, ফলে দুর্ভোগ চরমে পৌঁছায়।
প্রতিদিন এই কাঁচা রাস্তায় জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাতায়াত করে শিশুরা। বৃষ্টির দিনে অনেক সময় বিদ্যালয়েই পৌঁছানো সম্ভব হয় না। জরুরি রোগী পরিবহনে এই রাস্তাটি হয়ে ওঠে এক বিভীষিকাময় অভিজ্ঞতা।
শুধু সাধারণ চলাচল নয়, কৃষিপণ্য পরিবহন ও দিনমজুরের কাজেও এই রাস্তার দুরবস্থা বড় প্রতিবন্ধক হিসেবে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, বহুবার লিখিত ও মৌখিকভাবে প্রশাসনকে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
সম্প্রতি এলাকাবাসীর পক্ষ থেকে স্বাক্ষর সংগ্রহ করে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে ফকিরহাট ইউএনও সুমনা আইরিন বলেন, “বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। স্থানীয়দের আবেদন পাওয়ার পর সরেজমিন পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের সমস্যাগুলো নিরসনে আমরা পর্যায়ক্রমে কাজ করছি।”
এলাকাবাসীর দাবি, অবিলম্বে রাস্তাটি পাকা করে তাদের ন্যায্য চলাচলের অধিকার নিশ্চিত করা হোক। ৬০ বছরের অপেক্ষা যেন আর দীর্ঘ না হয়—এটাই তাদের প্রার্থনা।