তাপস কুমার মজুমদার, ভোলা প্রতিনিধি
ভোলার তজুমদ্দিন উপজেলায় এক সন্তানের জননীকে ধর্ষণ এবং ভিডিও ধারণ করে হুমকি দেওয়ার অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার (৭ জুলাই) রাতে ভুক্তভোগী নারীর ভাই বাদী হয়ে তজুমদ্দিন থানায় রাসেল ও গিয়াসউদ্দিন নামে দুই জনকে আসামি করে এ মামলা দায়ের করেন। সোমবার ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
ভুক্তভোগীর ভাই জানান, তার বোনের স্বামী গত রমজান মাসে মারা যান। বর্তমানে তিনি তিন বছরের সন্তানকে নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছেন। গত ১০ জুন রাতে উপজেলার চাঁচড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে বাবার বাড়িতে অবস্থানকালে প্রকৃতির ডাকে সাড়া দিতে টয়লেটে যান তিনি। বের হওয়ার সময় গিয়াসউদ্দিন মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে এবং রাসেল সেই দৃশ্য মোবাইলে ভিডিও ধারণ করে।
পরে রাসেল নিজেও তাকে নির্যাতনের চেষ্টা করলে তিনি ঘরে পালিয়ে যান। ভয়ে এতদিন তিনি ঘটনাটি গোপন রাখেন। কিন্তু অভিযুক্তরা বিভিন্ন সময় রাস্তায় ইঙ্গিতপূর্ণ আচরণ ও ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে তাকে উত্যক্ত করে আসছিল। একপর্যায়ে তার ভাইকে মাদক দিয়ে ফাঁসানোর হুমকিও দেয় তারা।
অবশেষে নিরুপায় হয়ে ওই নারীর ভাই থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত রাসেল ও গিয়াসউদ্দিন বর্তমানে নিজেদের বিএনপি-যুবদল কর্মী পরিচয় দিলেও স্থানীয়রা জানিয়েছেন, তারা অতীতে আওয়ামী লীগ কর্মী ছিলেন এবং রাজনৈতিক ছত্রছায়ায় বিভিন্ন অপকর্মে লিপ্ত।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাব্বত খান বলেন, “ভুক্তভোগীর ভাই ধর্ষণের মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”
উল্লেখ্য, এর আগে গত শনিবার একই উপজেলার শম্ভুপুর ইউনিয়নে এক নারীকে গণধর্ষণের ঘটনায় একটি মামলা হয়। সেখানে শ্রমিক দল, যুবদল ও ছাত্রদলের সাতজনকে আসামি করা হয় এবং পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, অপরাধীরা রাজনৈতিক পরিচয়ের আশ্রয়ে এলাকায় দাপট দেখিয়ে চলেছে। তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.