এস এম অলিউল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ফতেহপুর গ্রামে সরকারি রাস্তা দখল করে বাঁশের বেড়া নির্মাণ করায় ঈদগাহ ও কবরস্থানে যাতায়াত বন্ধ হয়ে পড়েছে। এতে পুরো গ্রামে চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। অভিযুক্তদের মধ্যে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের নাম উঠে এসেছে।
ঘটনাটি ঘটেছে নবীনগর পশ্চিম ইউনিয়নের ফতেহপুর গ্রামের পশ্চিমপাড়ায়। স্থানীয় বাসিন্দা মো. বসু মিয়া ১ জুলাই মঙ্গলবার দুপুরে ব্যক্তিগত মালিকানার দাবি তুলে সরকারি রাস্তার ওপর বেড়া দেন। ফলে ওই পথ ব্যবহারকারী শত শত মানুষ—বিশেষ করে শিশু, বৃদ্ধ, রোগী এমনকি মৃতদেহ বহনে—চরম দুর্ভোগে পড়েছে।
ভুক্তভোগী সাইদুর রহমান ভূঁইয়া ৬ জুলাই রবিবার নবীনগর থানায় লিখিত অভিযোগে জানান, “এই রাস্তা বহু বছর ধরে গ্রামের মানুষ ব্যবহার করে আসছে। এখন বসু মিয়াসহ কয়েকজন বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দিয়েছেন। প্রতিবাদ করায় আমাকে হুমকি দেওয়া হয়েছে।”
অভিযোগে আরও উল্লেখ রয়েছে, বসু মিয়াকে সহায়তা করেছেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সুমন মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল মিয়াসহ আরও ২০-২৫ জন প্রভাবশালী ব্যক্তি।
স্থানীয় ইউপি সদস্য সফর আলী বলেন, “এই রাস্তা আমার বাবার আমল থেকেই ছিল। এখন কিছু রাজনৈতিক লোক নিজেদের স্বার্থে জনগণের রাস্তা বন্ধ করে দিয়েছেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
গ্রামের প্রবীণ বাসিন্দা মো. বারেক মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “মরহুম মহন মেম্বার এক যুগ আগে এই রাস্তা তৈরি করেছিলেন। আজ তা দখল করে কবরস্থানে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে, এটা খুবই অমানবিক।”
অভিযুক্ত বসু মিয়া বলেন, “আমি আমার নিজস্ব জমিতে বেড়া দিয়েছি। কারও চলাচলে বাধা দিইনি।”
এ বিষয়ে নবীনগর থানার ওসি শাহীনূর ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে স্থানীয়রা দ্রুত রাস্তা থেকে বেড়া অপসারণ ও অবাধ চলাচল নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.